লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১৬:৩২
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর -৩ আসনে জাতীয় সংসদের উপ নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


২০ অক্টোবর, শুক্রবার সকালে এ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন লক্ষ্মীপুর নির্বাচন অফিস।


লক্ষ্মীপুর রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, রামগঞ্জ কর্মকতা স্বপন ভৌমিক, প্রার্থীর হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন পেয়েছেন দলীয় প্রতীক লাঙল, জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. শামসুল করিম প্রতীক গোলাপ ফুল ও এনপিপির প্রার্থী সেলিম মাহমুদ দলীয় প্রতীক আম মার্ক, প্রতীক বরাদ্দের সময় সব প্রার্থী নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন ।


কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে, এবারের উপ নির্বাচনে মোট ৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন।


গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।


এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বিবার্তা/সুমন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com