নির্বাচনের আগে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর শেষ জনসভা
২৮ অক্টোবর টানেল উদ্বোধনকে ঘিরে আনোয়ারায় জোর প্রস্তুতি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৭:২৩
নির্বাচনের আগে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর শেষ জনসভা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের আনোয়ারা কেপিজেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দক্ষিণে উৎসবের আমেজ বিরাজ করছে।


সভামঞ্চ ও জনসভাস্থলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে মাঠের নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা পরিদর্শন করে গেছেন।


এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনকে ঘিরে বর্ণিল রূপে সাজছে চট্টগ্রামের দক্ষিণ পাড়।


আগামী শনিবার (২৮ অক্টোবর) কেপিজেড মাঠে জনসভায় যোগ দেয়ার আগে নগরীর পতেঙ্গা প্রান্তে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শেষে আনোয়ারার কেপিজেড মাঠে জনসভায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।


এরই মধ্যে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণের পাশাপাশি চোখ ধাঁধানো আলোকসজ্জায় জেলা জুড়ে এক ভিন্ন রকমের উৎসবের আমেজ বিরাজ করছে।


দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর এই জনসভা সফল করতে পুরো চট্টগ্রাম জুড়েই এখন ব্যাপক প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন, তোরণে সাজতে শুরু করেছে পুরো চট্টগ্রামে। দেশের সরকার প্রধানকে বরণ করে নিতে এত আয়োজন। আগামী জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতির অংশগ্রহণে চট্টগ্রামে সম্ভাব্য শেষ জনসভা এটি।


স্থানীয় নেতাদের মধ্যেও নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। দলীয় সভাপতির নজরে আসতে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণ টানানোসহ নানা কর্মসূচি পালনে তাদের মধ্যে রীতিমত প্রতিযোগিতা চলছে।


স্থানীয় নেতারা পথে ঘাটে, অলিতে-গলিতে, হাটে-বাজারে এমন কোনো জায়গা নেই যেখানে ব্যানার ফেস্টুন নেই। সবখানেই এখন প্রধানমন্ত্রী আগমনের শুভেচ্ছা ও উন্নয়ন বার্তা। শীর্ষ নেতা থেকে জুনিয়ররা সবাই প্রধানমন্ত্রীর আগমনের শুভেচ্ছা দিচ্ছেন ব্যানার আর ফেস্টুন ঝুলিয়ে।


চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ২৮ অক্টোবর পতেঙ্গা প্রান্তে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর আনোয়ারার কেপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।


আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নগরীর ইন্টারন্যাশনাল কনভেশন হলে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে উত্তর দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।


প্রসঙ্গত, আগামী শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারা কেপিজেড মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে।


বিবার্তা/জাহেদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com