
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে দেশ সেরা হয়েছে যশোর বোর্ড। এ বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ১৭ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ হাজার ৬১৭ জন।
১২ মে, রবিবার প্রকাশিত যশোর শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৭২৬ জন। যশোর শিক্ষা বোর্ডে এ বছর শতভাগ অকৃতকার্য কোনো প্রতিষ্ঠান নেই। গত বছর এর সংখ্যা ছিল তিনটি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]