ছেলের চিকিৎসার খরচ চালাতে না পেরে মায়ের আত্মহত্যা
প্রকাশ : ১২ মে ২০২৪, ২২:০৮
ছেলের চিকিৎসার খরচ চালাতে না পেরে মায়ের আত্মহত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসায় ছেলের চিকিৎসার খরচ চালাতে না পেরে আফরোজা আক্তার (২৪) নামের এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছেন।


১২ মে, রবিবার দুপুর ১২টার দিকে তিনি বিষপান করে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে মারা যান তিনি।


নিহত আফরোজার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার, কুরুকচর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচরের তেনারই পুকুরপাড় কন্ট্রাক্টর মনিরের বাসার ভাড়াটিয়া ছিলেন তিনি।


মৃতের স্বামী মো. সোহেল রানা জানান, আমার ৩ বছরের ছেলে জন্মের পর থেকে কিডনি সমস্যা দেখা দিয়েছে। এই শিশুটির চিকিৎসা খরচ চালাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়। আজ সকালে গুলিস্তান আমার কর্মস্থলে যাই, ওই সুযোগে সকালে সে বিষ পান করে। বিষয়টি আমাদের বাড়িওয়ালির মেয়ে আঁচ করতে পেরে আমার স্ত্রী আফরোজাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে স্টমাক ওয়াস দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মোহাম্মদ বাচ্চু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করা হয়েছে।


বিবার্তা/বুলবুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com