আশুগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৯:৪৩
আশুগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ পাওয়ার স্টেশন কোম্পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. মোবারক মিয়া (৩২) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন।


১২ মে, রবিবার সকালে ওই রাজমিস্ত্রি মোবারক মিয়া বিদ্যুতায়িত হওয়ার পর এই বিস্ফোরণ ঘটে। তখন তার গায়ে আগুন ধরলে তিনি পুড়ে মারা যান। তবে আগুনে বিদ্যুতের যন্ত্রাংশের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।


নিহত মোবারক মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলদবাড়ী হাবির মিয়ার ছেলে। তবে তিনি আশুগঞ্জ উপজেলার চর চারতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়।


আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, রাজমিস্ত্রি মোবারক মিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের ড্রেন ঢালাইয়ের কাজ করছিলেন। কাজের ফাঁকে তিনি সেখানে গেলে বিদ্যুতায়িত হন এবং তাৎক্ষণিক বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোবারক মিয়া মারা যান। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


বিবার্তা/আকঞ্জি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com