শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৮:৩৬
শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৪০ পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিভাগের যৌথ আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়কার চেক বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।


উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়মী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান।


এসময় প্রতি পরিবারের মাঝে দুই বান ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


বিবার্তা/রিয়ন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com