নড়াইলে দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১
নড়াইলে দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


৩০ সেপ্টেম্বর, শনিবার দুপুরে সদর থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।


এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআই-১) মীর মরলিফুল হক, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সহ-সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহা, সদর উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নিখিল কুমার সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক অসীম দাস,সাংবাদিক আশোক কুন্ডুসহ প্রমুখ।


অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া, ডিজে গান ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সজাগ থাকতে হবে। যে কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানান বক্তারা।


উল্লেখ্য, সদর উপজেলার ২৬৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান পূজা কমিটির নেতৃবৃন্দ।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com