চিলমারীতে স্যালাইন সংকটে বিপাকে রোগীরা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:০২
চিলমারীতে স্যালাইন সংকটে বিপাকে রোগীরা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারী হাসপাতালে শিরায় দেয়া স্যালাইনের সংকটে বিপাকে পড়েছেন রোগীর স্বজনরা। বাড়তি দামেও মিলছেনা স্যালাইন। এতে বিপাকে পড়েছেন রোগীর স্বজনরা।


স্যালাইন সংকটের তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালে ডিউটিরত সিনিয়র নার্স মাহাবুবা খাতুন।


২৭ সেপ্টেম্বর, বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীর স্বজনরা বিভিন্ন এলাকা থেকে স্যালাইন সংগ্রহ করে নিয়ে এসেছেন। ব্যক্তি বিশেষে ৮০ টাকার স্যালাইন কিনতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে তাদের।


হাসপাতালের তথ্যনুযায়ী বুধবার দুপুর পর্যন্ত ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে বুধবার দুপুর পর্যন্ত ১০জন ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে ঠান্ডাজনিত রোগের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন অনেকে।


রোগীর স্বজন জাহাঙ্গীর বলেন, হাসপাতালে স্যালাইন না পেয়ে চড়া দামে ফার্মেসি থেকে কিনে এনেছি। একই কথা জানালেন হাসপাতালে ভর্তিরত রোগীর স্বজন কহিনুর, ঐশি, রোগী ঝরনা বেগমসহ অনেকে।


উপজেলার বিভিন্ন এলাকার ফার্মেসি মালিকরা জানান, আমরা যে পরিমাণ অর্ডার দিচ্ছি সেইভাবে কোম্পানি স্যালাইন দিচ্ছে না। অনেক ফার্মেসিতে স্যালাইন নেই। তাই ক্রেতারা ফিরে যাচ্ছেন।


চিলমারী স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, হাসপাতালে স্যালাইন সংকট রয়েছে। তবে শীঘ্রই এ সংকট কেটে যাবে।


বিবার্তা/রাফি/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com