
নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ আলী রাজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৫ মে, বুধবার সন্ধ্যার দিকে তার মরদেহ চিত্রা নদীতে ভেসে উঠে। সে বরাশুলা এলাকার শেখ সাইফুর রহমানের ছেলে এবং নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমানের ভাতিজা।
১৪ মে, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলী রাজ।
পরিবার জানায়, বন্ধুদের সাথে ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায় রাজ। চিত্রা নদীতে স্রোত থাকায় হঠাৎ সে নদীতে হারিয়ে যায়। এ সময় রাজের বন্ধুরা তার পরিবারকে জানায়। ঘটনার পর থেকে অনেক খোঁজ করেও রাজের কোন সন্ধান পায় না পরিবার। পরে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত চিত্রা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে তার সন্ধান পায়নি।
বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকেই তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]