
পিতার দেয়া অর্থ আর বাড়িই কাল হয়ে দাঁড়িয়েছে শিলা বেগমের জীবনে। অর্থলোভী স্বামী ও শ্বশুরের অমানসিক নির্যাতনে অকালে প্রাণ দিতে হয়েছে এক সন্তানের জননী শিলা বেগমকে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১৪ মে, মঙ্গলবার গভীর রাতে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের সাহেপ্রতাব গ্রামে।
নিহত শিলা বেগম এর বড় ভাই মো. কাইয়ুম মৃধা জানান, আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বে সাহেপ্রতাব গ্রামের আব্দুল কাদির মৃধার কন্যা শিলা বেগম (১৯) এর সাথে একই গ্রামের মো. শহিদুল্লাহ মুন্সির পুত্র মো. ইসতিয়াক হোসেন এর বিয়ে হয়। ইতোমধ্যে তাদের সংসারে একটি পুত্র সন্তানও জন্ম হয়।
কাইয়ুম মৃধা অভিযোগ করে আরো বলেন, শিলা বেগমের পিতা মারা যাওয়ার পূর্বে তার নামে দেড় কোটি টাকার এফডিআর এবং দুটি তিনতলা বাড়ি লিখে দিয়ে যান। এই টাকা এবং বাড়িই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। আব্দুল কাদির মারা যাবার পর শিলা বেগম এর স্বামী ইসতিয়ার হোসেন ও তার শ্বশুর শহীদুল্লাহ মুন্সি এফডিআর থেকে টাকা তুলে দেয়ার জন্য শিলা বেগম এর উপর চাপ সৃষ্টি করে। শিলা এতে অপারগতা প্রকাশ করলে তার উপর শুরু হয় অমানসিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে এক মাত্র ছেলের দিকে চেয়ে এবং সংসার টিকিয়ে রাখার জন্য শিলা বিগত কয়েক মাস পূর্বে তার এফডিআর থেকে ৫০ লাখ টাকা উত্তোলন করে স্বামী ও শ্বশুরের হাতে তুলে দেয়।
এরপর কিছুদিন সুখেই চলছিল তাদের দাম্পত্য জীবন। গত এক মাস পূর্বে শিলা বেগম এর স্বামী ও তার শ্বশুর পুনরায় এফডিআর থেকে বাকী এক কোটি টাকা উত্তোলন করে দেয়ার জন্য বললে শিলা বেগম এতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে প্রতিনিয়ত তার উপর নির্যাতন করা হতো।
ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার দিকে শিলা বেগম এর স্বামী ও তার শ্বশুর বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা-পুত্র মিলে লোহার রড ও লাঠি দিয়ে পিটাতে থাকলে ঘটনাস্থলেই শিলা বেগম মারা যায়। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য চতুর স্বামী ও শ্বশুর শিলা বেগমের লাশ বারান্দার জানালার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে।
পরদিন বুধবার সকালে প্রচার করে যে শিলা বেগম আত্মহত্যা করেছে। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/কামাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]