স্কুল থেকে শুরু করে যখন ছাত্রলীগ থেকে বিদায় নেই তখন আমার বয়স ২৯ বছর ৩ মাস।
মাননীয় নেত্রী সিদ্ধান্ত দিয়েছিলেন ২৯ বছরের বয়স নির্ধারণ রেখে কমিটি করতে। আমরা বিদায় নিলাম আমাদের সাথে থাকা ৪৫/৪৮ বছর বয়সের সহযোদ্ধাদের সাথে। খুব কষ্ট পেয়েছিলাম।
দুমড়ে মুচড়ে হতাশায় কিছুদিন... তারপরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আত্মসম্মান রক্ষাকরে নিজের পায়ে দাঁড়ানোর পথচলা। কঠিন বড়ই কঠিন তবুও হেটে চলা। এখন মনে হয় আরো ৫ বছর আগে বিদায়টা হলে অনেক ভালো হতো।
জীবনের এই স্বল্প সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতিতে জড়িয়ে থেকে আমরা আসলে অনেক মূল্যবান সময় অপচয় করে ফেলি- যেটা পরে অনুধাবন করলেও কিছুকরারথাকেনা।
লেখক : মো. হেমায়েত উদ্দিন খান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
(ফেসবুক ওয়াল থেকে)
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]