মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্ম সেই সময়ের চোখ দিয়ে দেখছে না কেন?
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৩:৪২
মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্ম সেই সময়ের চোখ দিয়ে দেখছে না কেন?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধ মীমাংসিত বিষয়। এবং তা '৭১ সালেই ফয়সালা হয়েছে। ৫৩ বছর পরে এসে মুক্তিযুদ্ধের কারণ হিসেবে যেসব নতুন বয়ান শুনতে হচ্ছে তা মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারগুলোর জন্য বেদনার। অপমানের।


কারণ আমার চাচা, নানারা পাকিস্তানি ইসলাম থেকে বাঙালি ইসলামকে রক্ষা করতে জীবন দেয়নি। '৪৭ থেকে '৭১ পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের জন্য।


সারা দুনিয়ার মুসলমানদের জন্য ইসলাম একটাই। এবং সেটি মহান আল্লাহ নির্দেশিত এবং তার প্রেরিত রসুল নবী করিম মুহাম্মদের (সা:) প্রতিষ্ঠিত ইসলাম। ফলে মুক্তিযুদ্ধ , ধর্মযুদ্ধ ছিলো না, তবে পাকিস্তানীদের অধর্মের (নিপীড়ন, অত্যাচার) বিরুদ্ধে লড়াই ছিলো অবশ্যই।


আমরা জানি ক্ষমতা নিজেই একটি বয়ান। এবং তার নিত্যনতুন বয়ান তৈরির ক্ষমতা অসাধারণ। '৭১ নিয়ে বহু ন্যারেটিভ দেখেছি, শুনেছি কিন্তু কোনটাই টেকেনি। ভবিষ্যতেও টিকবে না।


প্রশ্ন হলো মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্ম সেই সময়ের চোখ দিয়ে দেখছে না কেন?


কারণ, স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের ঠিকাদাররা সমগ্র জনগোষ্ঠীর জনযুদ্ধকে কোথায় নামিয়েছে তা অনুমিত '৭১ নিয়ে নতুন সব বয়ান শুনে। এর দায় নতুন প্রজন্মের নয় বরং ঐসব ঠিকাদার এবং রাজনৈতিক দলের, যারা আমাদের পুর্বপুরুষদের আত্নত্যাগকে নিলামে তুলেছে নিজেদের রাজনৈতিক স্বার্থে।


দায় ও দরদের রাজনীতি অবশ্যই চাই। কিন্তু '৭১ বাদ দিয়ে নয়। যারা '৭১ ও '২৪ কে একই বিউনিকুলার দিয়ে দেখছেন তারা ভুল করছেন। এই দেশের জন্য সবার ওপরে মুক্তিযুদ্ধ। তার ওপরে নেই। ২৪ এর আত্মত্যাগ ৭১'র স্পিরিটকেই রিফ্লেক্ট করে। ইতিহাস মুছে ফেলে বা অস্বীকার করে কোন জাতি কবে এগুতে পেরেছে?


লেখক : সাইফুল হাসান, লেখক ও সাংবাদিক


(ফেসবুক ওয়াল থেকে)


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com