রাজধানীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের কাছে তেলবাহী লরির চাপায় শাহাদাত হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল চালক পিষ্ট হয়ে মারা যায়।
২৬ সেপ্টেম্বর,মঙ্গলবার সন্ধ্যা সারে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা জানান, আজ সন্ধ্যার দিকে খিলক্ষেত থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় ওই মোটরসাইকে চালকের উল্টো দিক দিয়ে অন্য একটি মোটরসাইকেল আসছিল। তখন নিহত শাহাদাত তার মোটরসাইকেল ব্রেক করলে সে রাস্তার উপর পড়ে যায়। সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা মেঘনা গ্রুপের একটি তেলবাহি লরি (ঢাকা মেট্রো-ট-১১-০৩৫৬) ওই মোরসাইকেল চালকের মাথার উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই শাহাদাত মারা যান। পরে লরিটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় লরিসহ চালকে আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, নিহতের বাসা বাড্ডা থানার বড় বেরাইদ এলাকায়। তার পিতা ইসরাফিল হোসেন। মরদহটি বর্তমানে ঘটনাস্থলেই আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]