
স্লোভাকিয়ার জনপ্রিয় প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বুধবার (১৫ মে) বিকেলে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে রাজধানী ব্রাতিস্লাভায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্লোভাকিয়ান টিভি স্টেশন টিএ থ্রি-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরের হাউস অফ কালচারের বাইরে ৫৯ বছর বয়সি প্রধানমন্ত্রী ফিকোর পেটে চারটি গুলিবিদ্ধ হয়। তিনি এ সময় সমর্থকদের সাথে বৈঠক করছিলেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে।
ফিকোর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় বলা হয়েছে, নেতাকে একাধিকবার গুলি করা হয়েছে এবং বর্তমানে তিনি প্রাণঘাতী অবস্থায় রয়েছেন। এই মুহুর্তে তাকে হেলিকপ্টারে করে বাঁস্কা বাইস্ট্রিকাতে নিয়ে যাওয়া হয়।
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগে স্লোভাকিয়ায় গোলাগুলির ঘটনা ঘটল। যেখানে ২৭ দেশের ব্লকের জনবহুল এবং কট্টর-ডানপন্থী দলগুলো লাভ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে।
স্লোভাকিয়ার পার্লামেন্টের ডেপুটি স্পিকার লুবোস ব্লাহা পার্লামেন্টের একটি অধিবেশন চলাকালীন ঘটনাটি নিশ্চিত করেছেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি স্থগিত করেছেন বলে জানিয়েছে স্লোভাক টিএএসআর নিউজ এজেন্সি।
প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা বলেছেন, আমি জানি রবার্ট ফিকো মানসিকভাবে অনেক দৃঢ়। এই সংকটময় মুহুর্ত কাটিয়ে তিনি দ্রুত হয়ে উঠবেন।
সূত্র: এপি
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]