ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:১০
ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক/শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


২০ সেপ্টেম্বর, বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর আয়োজনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম শফিকুল্লাহ, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়িদুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ প্রমুখ।


স্বাগত বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর এডিসি মো. জাহিদুল ইসলাম সোহাগ। সেমিনারে বক্তারা, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের সকল স্তরের জনগণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। পরে উপস্থিত শিক্ষার্থীসহ সেমিনারে অংশগ্রহণকারী সকলের উদ্দেশ্যে উগ্রবাদ বিষয়ক নানা দিক তুলে ধরার পাশাপাশি করণীয় বিষয়ে একটি প্রেজেনটেশন করা হয়।


বিবার্তা/আকঞ্জি/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com