নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫২
নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পিতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


১৭ সেপ্টেম্বর, রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন।


বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিল্লাল হোসেন দুলালের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, সোনাইমুড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. এমরান হোসেন, পিতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ, আওয়ামী লীগ নেতা মুজাহিদ হোসেন কিং মোজাম্মেল, দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল ও সমাজসেবক আবদুল আউয়াল বিপ্লব।


অভিভাবক সমাবেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতনতার প্রতি গুরুত্বারোপ করা হয়। এসময় শিক্ষার্থীদের পড়ালেখার মনোযোগী হওয়ার পরামর্শ দেন বক্তাগণ। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।


বিবার্তা/ইকবাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com