উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে: মোজাম্মেল হক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৯
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে: মোজাম্মেল হক
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে রবিবার (১০ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সরকারের উন্নয়মন মূলক কর্মকান্ড বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।


লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান প্রামানিক গিনির সভাপতিত্বে ও ইউপি সদস্য শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক মন্ডল।


সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানা, লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিমুল আরাফাত আহাদ, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ২নং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ, লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়নাল হক তালুকদার ও বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার রহমান প্রমুখ। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া একই বিষয় নিয়ে সদর উপজেলার কুপতলা ইউনিয়ন পরিষদেও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি মোজাম্মেল হক মন্ডল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সকলকে কাজ করার আহবান জানান। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে জনগণের কাছে গিয়ে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মসূচি এবং সাফল্য তুলে ধরতে হবে। শুধু তাই নয়, আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে গাইবান্ধার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। উত্তরের প্রবেশদ্বার গাইবান্ধার সকল আসনের প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি আরও বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করতে হবে।


বিবার্তা/আঃখালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com