পলাশবাড়ীতে জন্মাষ্টমী পালনের প্রস্তুতিমূলক সভা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৯
পলাশবাড়ীতে জন্মাষ্টমী পালনের প্রস্তুতিমূলক সভা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফলভাবে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


৫ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মণ্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার মোছা. ফাতেমা কাওসার মিশু, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ সভাপতি বাবু নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুর কাদির মুকুল ও রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।


সভায় সর্বসম্মতিক্রমে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে পৌরশহরের কালীবাড়ী বাজারে কেন্দ্রীয় কালি মন্দির হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় বের হলে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালি মন্দিরে এসে শেষ হবে। পরে তাদের নিজ নিজ ধর্মালম্বীদের আচার-অনুষ্ঠান পালন করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।


সভায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফলভাবে পালন করতে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।


বিবার্তা/আ.খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com