অধ্যাপক জাফর হত্যার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১৮:৩২
অধ্যাপক জাফর হত্যার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের রামপালে অধ্যাপক জাফর হত্যার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার। রামপাল থানা পু্লিশ র‍্যাবের সহযোগীতায় তাদের গ্রেফতার করেছে। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যশোর কোতোয়ালি থানার জিআর ৭২০/৯২ ও এসসি ৩৬০/২০০২ এর একটি হত্যা মামলার আসামী তারা।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, রামপালের আদাঘাট গ্রামের মৃত আসমত আলীর পুত্র এনায়েত হোসেন (৬০), গৌরম্ভা গ্রামের আজিম উদ্দিনের পুত্র মান্নান ওরফে ছোট (৬৫) ও একই গ্রামের হাকিম বয়াতির পুত্র হান্নান বয়াতি (৭০)।


জানাগেছে, গৌরম্ভা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও বর্ণি গ্রামের বাসিন্দা অধ্যাপক আবু জাফর ঢাকা থেকে রামপালে ফিরছিলেন। পথিমধ্যে যশোরের খাজুরা এলাকায় সড়কের উপর গাড়ী থামিয়ে কতিপয় ঘাতকরা তাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় যশোর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার স্বজনেরা।


হত্যার ঘটনায় রামপালের বেশ কয়েকজন কে আসামি করা হয়। দীর্ঘ শুনানী শেষে যশোরের বিজ্ঞ আদালত আসামিদের যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেন। আসামিদের মধ্যে কয়েকজন এখনও পলাতক ছিল।


বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রামপাল থানা পু্লিশ র‍্যাবের সহযোগীতায় যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃত তিন আসামিকে শুক্রবার (২৫ আগষ্ট) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম আসামিদের গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/রানা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com