সিনহা হত্যার পেছনে বড় কারণ ইয়াবা: জেলা জজ ইসমাইল
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ২০:৩৮
সিনহা হত্যার পেছনে বড় কারণ ইয়াবা: জেলা জজ ইসমাইল
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সদ্য বিদায়ী কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল বলেছেন, মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার পেছনে বড় কারণ ছিল ইয়াবা। টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের ইয়াবা বাণিজ্য জেনে যাওয়ায় সিনহাকে হত্যা করা হয়।


সিনহা টেকনাফে ডকুমেন্টারির কাজ করতে গিয়ে প্রদীপের অপরাধের বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। জেলা জজ বলেন, মাদক মামলা না থাকলেও কুতুপালং এর বখতিয়ার মেম্বারকে দুই থানার দুই ওসি ঘর থেকে তুলে নিয়ে যায়। পরেরদিন পাওয়া যায় বখতিয়ার মেম্বারের লাশ।


১২ অগস্ট, শনিবার দুপুরে কক্সবাজার নাগরিক ফোরামের আয়োজনে জেলা জজ মো. ইসমাঈল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


কক্সবাজার থেকে ইয়াবা পাচার বন্ধ হলে ১০ হাজার মানুষ বেকার হয়ে যাবে মন্তব্য করে জেলা জজ ইসমাঈল বলেন, ইয়াবা মামলা জামিন করানোর নামে লাখ লাখ টাকা নিয়ে বসে থাকেন দালালরা, এরমধ্যে একশ্রেণির অসাধু আইনজীবীও রয়েছে।


রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরসার তাদের লোকদের জামিনে ছাড়িয়ে নিতে মোটা অংকের ফান্ড তৈরি করেন বলেও জানান জেলা জজ।


বিবার্তা/ফরহাদ/রোমেল/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com