বৃষ্টি-জলজট: মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৯:৩৮
বৃষ্টি-জলজট: মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।


৭ আগস্ট, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।


তিনি জানান, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল ৮ আগস্ট শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম (ক্লাস) বন্ধ থাকবে।


এদিকে, চট্টগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার (৬ আগস্ট) দুপুর ১২টা থেকে সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে পতেঙ্গায় ২১৬ দশকি ৪ মিলিমিটার ও আমবাগানে ২০৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও দুইদিন অতিভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। তবে পরশু থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। যদিও ১২ আগস্ট পর্যন্ত এ ধরনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড় ধসের আশঙ্কাও করা হচ্ছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com