নড়াইলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৫:৩৫
নড়াইলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়ায় ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


৭ আগস্ট, সোমবার দুপুরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. প্রফেসর ফরিদ আহমেদ।


প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট শেখ তরিকুল ইসলাম।


এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ, ঢাকার দারুল জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক এস এম মুরাদুদৌল্লাহ, মাওলানা হাফিজুর রহমান।


এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত ইসলাম, লামিয়া জামান, ৮ম শ্রেণির তাসনিয়া ও সামিয়া খানমসহ প্রমুখ।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com