
বাংলাদেশ রেডক্রসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. উবায়দুল কবীর চৌধুরী বলেছেন, রেডক্রিসেন্টকে গতিশীল করতে একটি ভিশন নিয়েছি। ভিশনের মধ্যে আমার প্রথম কাজ হলো রেডক্রিসেন্টের মাথা হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এ হাসপাতালটিকে উন্নত করতে হবে, রোগীর সংখ্যা বাড়াতে হবে। সেবার মান বাড়াতে হবে, ফ্রি বেড চালু করা হবে। যাতে বঙ্গবন্ধুর স্বপ্ন সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর নামে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলেও তিনি ঘোষণা দেন। সেই সাথে নার্সিং কলেজ করার কথাও বলেন।
১ মে, বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ট্রেজারার মোহাম্মদ আবদুস ছালাম, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মুন্সী মো. আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/সঞ্জয়/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]