কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১৫:৫৯
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা-২০২৩-২৪ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


৫ আগস্ট, শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।


ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শেখ আব্দুস সালাম।


বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া।


সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্টার এইচ.এম. আলী হোসেন। বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মনজুর কাদির ও গণমাধ্যম কর্মী শরীফুল ইসলাম।


সভায় প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, মানবতা, নৈতিকতা, বিবেকবোধ ও শুদ্ধ আচরণ একজন মানুষকে পরিপূর্ণতা আনে। সবক্ষেত্রে এসব গুনবালি বিরাজমান হলে সমাজিক বা পরিবারিক অস্থিরতা হ্রাস পাবে। পাশাপাশি জবাবদিহিতা থাকলে অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত সুধীজন অংশ নেন।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com