পুঠিয়ায় পুকুর খনন করায় ২ ভেকু জব্দ, জ‌রিমানা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১৬:০২
পুঠিয়ায় পুকুর খনন করায় ২ ভেকু জব্দ, জ‌রিমানা
পুঠিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন এলাকায় ফস‌লি জ‌মি থে‌কে মা‌টি কাটার অপরা‌ধে দুইটি ভেকু মেশিন জব্দ ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দু'টি এক্সক্যাভেটর মেশিন (ভেকু) জব্দ করে শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুলের জিম্মায় প্রদান করা হয়।


২ আগস্ট, বুধবার বিকালে পুঠিয়া থানা পুলিশের একটি টিম স‌ঙ্গে নি‌য়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা কালে শিলমাড়িয়া ইউনিয়নে আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি নাই। এক ব্যক্তি ভেকু চালিয়ে ফসলি জমিতে পুকুর খনন কর‌ছিল। তাই তাকে আইনের আওতায় এনে ব্যবহৃত দুইটি ভেকু জব্দ ও জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এ অভিযান চলমান থাকবে।


বিবার্তা/সোহানুর/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com