সাতক্ষীরা সুন্দরবনে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ২২:০৬
সাতক্ষীরা সুন্দরবনে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে অভয়ারন্য এলাকায় মাছ ধরার অভিযোগে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


১ আগস্ট, মঙ্গলবার ভোর ৬টার দিকে সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা সুন্দরবনের আগুনজালা নামক স্থান হতে মালামাল সহ জেলেদের আটক করে।


এসময় জেলেদের ব্যবহৃত ৫০লাখ টাকা মূল্যের ১টি ফিশিং ট্রলার, মাছ ও জাল সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা।


আটক সাত জেলে হলেন, পাইকগাছা থানার আনোয়ার হোসেনের ছেলে মজিদ সরদার, সুনিল বিশ্বাসের ছেলে সোনা বিশ্বাস ও সুশান্ত বিশ্বাস, বাগেরহাট সদর এলাকার সুলতান হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, খুলনা সদরের করিম গাজীর ছেলে আক্কাজ ও জামির হোসেন ও রহিম গাজীর ছেলে বাচ্চু গাজী।


সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে বন আইনে (সিওআর) ১৫ লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।


বিবার্তা/সেলিম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com