অস্ত্রসহ বনদস্যু নয়ন বাহিনীর ২ সদস্য গ্রেফতার
প্রকাশ : ২০ জুন ২০২৩, ২০:৪৯
অস্ত্রসহ বনদস্যু নয়ন বাহিনীর ২ সদস্য গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনের বনদস্যু নয়ন বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


২০ জুন, মঙ্গলবার গভীর রাতে খুলনা মহানগরের পুরাতর জেলখানা ঘাট ও বাগেরহাটের শরণখোলা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার হওয়া ২ বনদস্যু হলেন- বাগেরহাটের শরনখোলা উপজেলার আশরাফ আলী মুন্সির ছেলে রেজাউল মুন্সি (৩২) ও একই উপজেলার জয়নাল সরদারের ছেলে এসমাইল হোসেন (৩৫)।


পরে গ্রেফতারকৃতদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পাথুরিয়া নদীর পূর্বপাড়ের গহিন অরণ্যের নলবনের মধ্য থেকে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ , ২টি গাছি দা, ১টি হাতুড়ি,বাজি ফুটানোর যন্ত্র ও ১টি খাতা উদ্ধার করে ডিবি পুলিশ।


মঙ্গলবার বিকালে জেলা পুলিশ অফিসে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক।


পুলিশ সুপার জানান, ২০২২ সালের ২১ ডিসেম্বর জলদস্যু কর্তৃক জেলে অপহরণের ঘটনায় মোংলা থানায় একটি মামলা হয়। ২৬ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে বনদস্যু নয়ন বাহিনীর ৩ সদস্যকে বন্দুক ও গুলিসহ গ্রেফতার এবং ১১ জন অপহৃত জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই মামলার অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই বনদস্যুকে আটক করে পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তিমতে সুন্দরবনের ভিতর থেকে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, ২টি গাছি দা, ১টি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও ১টি খাতা উদ্ধার করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে শরনখোলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।


বিবার্তা/রাজু/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com