কুষ্টিয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় ডাক্তার ও নার্সদের ওপর হামলা
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ২০:৩৮
কুষ্টিয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় ডাক্তার ও নার্সদের ওপর হামলা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় বেসরকারী আদ্বীন হাসপাতালে পিত্তিথলের অপারেশন করতে গিয়ে ফিরোজা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।


১৯ জুন, সোমবার সকাল ১০টার দিকে শহরের ছয়রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।


ভুল অপারেশনে রোগীর মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আমিরুল ইসলাম ও ডাক্তার আব্দুর রহমানসহ নার্সদেরকে মারপিট করেছে বলে তারা অভিযোগ করেছেন।


নিহত গৃহবধু কুষ্টিয়া থানাপাড়া এলাকার আইয়ুব আলীর স্ত্রী।


পুলিশ ও স্থানীয়রা জানায় ফিরোজা বেগম পিত্তথলির অপারেশনের জন্য গতকাল আদ্বীন হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার সকাল ১০টার দিকে তাকে অপারেশন কক্ষে নেয়া হয়। দুই ঘন্টা পর হাসপাতালে চিকিৎসকরা রোগীকে গাড়িতে করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফিরোজা বেগমকে মৃত ঘোষণা করেন।


মৃত্যুর খবর শুনে নিহত গৃহবধুর স্বামী ও তার আত্মীয় স্বজনরা আদ্বীন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের বেধড়ক মারপিট করে।


রোগী মৃত্যুর ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, আদ্বীন হাসপাতালে রোগী মৃত্যু নিয়ে ডাক্তার ও নার্সদের ওপর হামলা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com