৫ ঘণ্টা পর আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৬:০৪
৫ ঘণ্টা পর আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইমিগ্রেশন সার্ভার জটিলতার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের চেকপোস্ট দিয়ে আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে।


বৃহস্পতিবার ( ৮ জুন) দুপুর দেড়টা থেকে বিকল্প উপায়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক করা হয়। তবে ইমিগ্রেশনের সার্ভার এখনও ঠিক হয়নি।


ইমিগ্রেশন পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ইমিগ্রেশনের সার্ভার ডাউন হয়ে যায়। ফলে যাত্রীদের আগমন ও বহির্গমন তথ্য সংরক্ষণ করতে না পেরে যাত্রী পারাপার সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এতে করে দুপুর ১টা পর্যন্ত ইমিগ্রেশন ভবন ও বাইরে কয়েকশ যাত্রী আটকা পড়েন। পরবর্তীতে যাত্রীদের দুর্ভোগ এড়াতে খাতায় যাত্রীদের প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে দুপুর দেড়টা থেকে যাত্রী পারাপার স্বাভাবিক করা হয়।


আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূইয়া জানান, সকালে হঠাৎ করেই ইমিগ্রেশন সার্ভার ডাউন হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সার্ভারের ত্রুটি সারানোর কাজ শুরু হয়। তবে এখনও পর্যন্ত সার্ভার ঠিক না হওয়ায় বিকল্প উপায়ে যাত্রী পারাপার কার্যক্রম সচল করা হয়েছে।


বিবার্তা/ নিয়ামুল/ সউদ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com