সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ: মাকসুদ কামাল
প্রকাশ : ২০ মে ২০২৩, ১৯:১৩
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ: মাকসুদ কামাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, খেলাধুলা হচ্ছে সহশিক্ষা। এর মাধ্যমেই একজন শিক্ষার্থী তার শরীর এবং মনে সমন্বয় সাধন করে। সহশিক্ষা শিক্ষার্দীদের মন এং দেহ ভালো রাখে। যার দেহ ভালো থাকে তার মন ভালো থাকে, পড়ালেখায় সে ভালো করে। সেজন্য সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ।


শনিবার (২০ মে) দুপুরে লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলম।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুরাদ হোসেনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজু, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল গফুর, আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম সবুজ, বেলাল উদ্দিন ভূঁইয়া, ব্যবসায়ী আলমগীর হোসেন রাজু প্রমুখ।


বিবার্তা/সুমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com