
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দিনের বেলায় প্রকাশ্যে হত্যা করা হয়েছে।
নিহত সাজ্জাত হোসেন কামাল (৫৫) ধোবাউড়া উপজেলার গোয়তলা রগুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
১৭ মে, শুক্রবার প্রতিপক্ষের সঙ্গে পারিবারিক কলহের জেরে সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন জমিসংক্রান্ত বিষয় নিয়ে চাচা আবুল খায়ের ও চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার সঙ্গে বিরোধ চলছিল।
প্রচণ্ড তাপপ্রবাহে ফসলের জমির ক্ষতি হচ্ছে। শুক্রবার সকালে সেচ পাম্প দিয়ে নিজ পুকুর থেকে পানি জমিতে নেওয়ার ব্যবস্থা করেন তিনি। এ সময় ভাতিজা ও ভাইয়ের স্ত্রী এতে বাধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষকের গায়ে প্রচণ্ড আঘাত করেন ভাইয়ের স্ত্রী ও ভাতিজারা।
শিক্ষক মাটিতে লুটিয়ে পড়লে তার বুকের ওপরও আঘাত করা হয়। এক পর্যায়ে শিক্ষকের গলা টিপে ধরা হয়। অবস্থার বেঘতিক দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা ছালাম ফকির বাদী হয়ে ৭ জনসহ অজ্ঞাত নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত কামাল হোসেন এক সন্তানের জনক ছিলেন।
ফুলপুর থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, জাকারয়িা (৩৫) মহিবুল্লাহ (১৮) ও তার মা (৫০)। পুলিশ জানায় এরা তিনজন এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত শিক্ষকের মৃতদেহ সুরতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ পাঠানো হবে।
ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]