হিলিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ইউসুফ আলী
প্রকাশ : ১৮ মে ২০২৩, ১৮:২২
হিলিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ইউসুফ আলী
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) তিন জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছে। 


নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকগণ হলেন, পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মো. ইউসুফ আলী, হাকিমপুর মহিলা কলেজের প্রভাষক মো. মাহমুদুল হাসান ও পাউশগাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. মিজানুর রহমান।  


বুধবার (১৭ মে) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটির বিচারকমন্ডলী উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। 


বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল। 


তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটির বিচারকমণ্ডলীর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ (ভারপ্রাপ্ত) দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু প্রমুখ। বিচারকমণ্ডলী শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) উপজেলা পর্যায়ে তিন জনকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছেন।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com