খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত
প্রকাশ : ০৮ মে ২০২৩, ১৫:০২
খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত
খুলনা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খুলনায় অরক্ষিত রেল ক্রসিংয়ে একটি পিকআপ গাড়িকে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে ঘটনাস্থলেই গাড়িটির হেলপার আফজাল হোসেন (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপ চালক নুর শেখ (৪০)।


৮ মে, সোমবার ভোর ৪টার দিকে নগরীর গিলাতলা আফিল গেটের সামনে ঘটনাটি ঘটে।


মারা যাওয়া আফজাল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পাথরকাটা এলাকার জনৈক মুনসুর আলীর ছেলে।


খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, আজ ভোর ৪টার দিকে একটি পিকআপ খুলনা বাইপাস সড়কের রেল ক্রসিং পার হচ্ছিল। এসময় রকেট মেল চিলাহাটি ট্রেনটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার আফজাল মারা যান। চালক আহত হন। পরে স্থানীয় লোকজন গাড়িটির চালক নুর শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


স্থানীয়রা বলেন, চালক ও হেলপার একে অপরের ভাই। ওই সময়ে ঘটনাস্থলে কোন গেট ম্যান ছিল না। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঘটনা ঘটার পর ওই স্থানের গেট ম্যান পালিয়ে যায়।


খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খান বলেন, ভোর সোয়া ৪টার দিকে চিলাহাটি থেকে ট্রেনটি খুলনার দিকে আসাছিল। ওই সময়ে ট্রেন ক্রসিংয়ের গেটে কেউ ছিল না। না থাকার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেন পিকআপটিকে অনেক দূর টেনে নেয়। তবে পিকআপটি কোন দিকে যাচ্ছিল সেটি তিনি পরিস্কার করে বলতে পারেনি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com