সুষ্ঠু ভোটের জন্য প্রার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ইসি রাশেদা
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১৮:০৮
সুষ্ঠু ভোটের জন্য প্রার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ইসি রাশেদা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটের আয়োজন সম্পন্ন করতে চাইলে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে প্রভাব বিস্তার, ভয়ভীতি হুমকি-ধামকি, টাকার প্রলোভন ও পেশি শক্তি দেখিয়ে নির্বাচন কলুষিত করলে যেকোনো মুহূর্তে প্রার্থীতা বাতিল করা হবে।


৩ মে, শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


ইসি রাশেদা সুলতানা বলেন, প্রিজাইডিং অফিসারের কাছে গিয়ে আপনারাই প্রলোভন ও ভয় দেখিয়ে অসৎ কাজ করান। প্রিজাইডিং অফিসাররাতো আপনাদের কাছে যান না। তাই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটের আয়োজন সম্পন্ন করতে চাইলে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


তিনি আরও বলেন, অবশ্যই প্রতিটি কেন্দ্রে দায়িত্বশীল এজেন্ট দিতে হবে, যিনি ভোট কেন্দ্রে প্রার্থীর পক্ষে দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে অনেক সময় অনিয়ম হলেও প্রমাণের অভাবে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। এক্ষেত্রে এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। রেজাল্ট সিটে স্বাক্ষর করে রেজাল্ট সংরক্ষণ করতে হবে।


তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিতে হবে। পুলিশ পক্ষপাতিত্ব করলে প্রার্থীকে আদালতে যেতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ দিতে হবে। কোথাও না কোথাও সুবিচার পাবেই।


এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীরের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বক্তব্য রাখেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com