জরিমানা দিয়ে আবারও কাটছিল বিলের মাটি, ১ মাসের কারাদণ্ড
প্রকাশ : ০৫ মে ২০২৩, ১৬:৫৩
জরিমানা দিয়ে আবারও কাটছিল বিলের মাটি, ১ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি বিল ইজারা নিয়ে আবারও জমির মাটি কাটার অভিযোগে মাসুদ হায়দার (৪৫) নামের এক ভূমি খেকুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  


শুক্রবার, ৫ মে  দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এ আদেশ প্রদান করেন।


সাজাপ্রাপ্ত মাসুদ হায়দায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামের মৃত আবু নাসেরের ছেলে।


এর আগে, চলতি বছরের ২৬ মার্চ একই অভিযোগে মাসুদ হায়দারকে ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।


ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় সরকারি চামাউড়া বিল (জলাশয়) মাছ চাষের জন্যে জোনাকি মৎসজীবি সমিতির নামে ইজারা প্রদান করে প্রশাসন। শুকনো মৌসুমে এই বিলের জমিতে কৃষি কাজ করা হয়৷ কিন্তু সমিতির সভাপতি মাসুদ হায়দার এক আওয়ামী লীগের নেতার আত্মীয় পরিচয়ে ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন যাবত বিলের মাটি অবৈধ ভাবে শুকনো মৌসুমে ইটভাটায় সরবরাহ করে আসছিল।


এরই প্রেক্ষিতে গত ২৬ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসুদ হায়দারকে আটক করে। আটকের পর তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সে আর মাটি কাটবে না মর্মে মুচলেকা প্রদান করে ছাড় পায়। কিন্তু এরপর আরও বেপরোয়া হয়ে উঠে মাসুদ। বিলের কৃষি জমি ও পার্শ্ববর্তী সরকারি খাল থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি অব্যাহত রাখে।


এরই ধারাবাহিকতায় শুক্রবার উজানিসার এলাকায় বিলের কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় মাসুদ হায়দারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটকের পর মাসুদ ভ্রাম্যমাণ আদালত এবং উপস্থিত সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার করেন। এসময় সে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।


বিবার্তা/নিয়ামুল/এনএস 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com