নড়াইলে এলপিজি সিলিন্ডারের দাম বেশি রাখায় ১০ মামলা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ১১:২৯
নড়াইলে এলপিজি সিলিন্ডারের দাম বেশি রাখায় ১০ মামলা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার (৪এপ্রিল) বিকালে এলপিজি সিলিন্ডারের দাম তদারকি করার জন্য ৩ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের একক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারগণ এসকল অভিযানের নেতৃত্ব দেয়।


১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকার ১১৭৮ টাকা নির্ধারণ করে দিলেও বিভিন্ন উপজেলায় অতিরিক্ত বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এসময় নড়াইল সদরের রূপগঞ্জ বাজার, পুরাতন বাস টার্মিনাল, আশ্রম রোড, জেলাখানা এলাকা, লোহাগড়া বাজার ও কালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দাম বেশি রাখায় ১০ টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া সরকার নির্ধারিত দামে বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানানো হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/শরিফুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com