নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত ২
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ১০:১৯
নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত ২
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণায় ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ সিএনজি চালক নিহত হয়েছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা ইউনিয়নের জাউশী সনি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত বিজিবি সদস্য সুমন চৌহান কাপ্তাই ৪১ বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণার বারহাট্টা উপজেলার বকুল চৌহানের ছেলে। নিহত সিএনজি চালক অসিম মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। আহতরা হলেন- মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।


পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজি ৪জন যাত্রী নিয়ে নেত্রকোণার উদ্দেশ্যে আসার পথে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যান এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় এক বিজিবি সদস্যসহ ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


বিবার্তা/আসাদুজ্জামান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com