বাউফলে তুচ্ছ ঘটনায় হামলা-ভাঙচুর, আহত ৫
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ২১:৫৮
বাউফলে তুচ্ছ ঘটনায় হামলা-ভাঙচুর, আহত ৫
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূকে চাল ধার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বসতঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় কুপিয়ে ও পিটিয়ে ৫জনকে আহত করা হয়।


আহতরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে। 


জানা যায়, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডের গ্রামের সুমা নামের এক গৃহবধূ কয়েকদিন আগে একই গ্রামের মুক্ত নামের আরেক গৃহবধুর কাছ থেকে  চাল ধার নেয়। ওই গৃহবধূকে চাল ধার দেওয়ায় তার ভাসুর আনোয়ার কাজী (৩৫) ক্ষিপ্ত হয়ে  মুক্ত ও তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায় আনোয়ার কাজীর সাথে তর্কে জড়িয়ে পরে মুক্তার শ্বশুর কালাম রাঢ়ী। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে আনোয়ার গাজী ও তার পরিবারের লোকজন। এসময় আনোয়ার কাজী  ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কামাল রাঢ়ীর বসতঘরে হামলা চালায়। কুপিয়ে ও পিটিয়ে মুক্ত, তার শ্বশুর কামাল রাঢ়ী, মামা শ্বশুর মস্তাফা মাঝি ও আবু তালেবসহ ৫/৭জনকে আহত করে। রাত ১১টার দিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসেন। 


কামাল রাঢ়ী বলেন, সামান্য ঘটনা নিয়ে আনোয়ার কাজী, তার ভাই সাইদি ও সাকায়েত, ইউসুফ ও ইব্রাহিমসহ ২০/২৫জন লোক আমাদের ওপর হামলা করে। পিটিয়ে কুপিয়ে আমাদের আহত করা হয়। ভাঙচুর ও লাটপাট করা হয় আমাদের ঘর। 


এবিষয়ে বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন,‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


বিবার্তা/হান্নান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com