উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে ৩ রোহিঙ্গা নিহত
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১৫:০৮
উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে ৩ রোহিঙ্গা নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরি পাড়া এলাকায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও দুইজন রোহিঙ্গা।


২৯ মার্চ, বুধবার ভোর রাতে মুহুরি পাড়া এলাকায় এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।


নিহতরা হলেন, রোহিঙ্গা ক্যাম্প-১-ওয়েস্ট সি-১৪ এর বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ১৯ নম্বর ক্যাম্পের ১-ওয়েস্ট ব্লক-বি-৭'র বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২০) ও ক্যাম্প-১৭ এর ব্লক-এইচের সুলতান আহমদের ছেলে নুরুল কবির (৩০)।


স্থানীয় সূত্রে জানা যায়,আবদুল মান্নান প্রকাশ টনা ও নেছার আহমদ বনবিভাগকে ম্যানেজ করে রাত ও ভোরে ৩০ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে দীর্ঘদিন ধরে বিশাল পাহাড় কেটে আবুল বলির ছেলে ভুলু সওদাগর ও নুর মোহাম্মদ বলি ডাম্পার যোগে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের টনক নড়েনি।


উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান,পাহাড় ধ্বংসে রোহিঙ্গা নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটা লাশ পাওয়া যায়,পরে ৪ ঘন্টা পর মাটি সরিয়ে আরেক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়।ভোরে নিহত আরেক রোহিঙ্গার লাশ অন্য রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যায়।


এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান,পাহাড় ধ্বংসে রোহিঙ্গা নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রোহিঙ্গার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান,পাহাড় ধ্বসে রোহিঙ্গা নিহতের ঘটনায় আবদুল মান্নান প্রকাশ টনা ও নেছার আহমদ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিবার্তা/তাফহীমুল/মাসুম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com