লামায় স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১১:৩৯
লামায় স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা
লামা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদদের স্মৃতি স্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সরকারী কার্যালয় ও দফতর সমূহ, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।


২৬ মার্চ (রবিবার) সকাল ৬টা ১মিনিটে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনার পর উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান-উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল এবং নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভার পক্ষ থেকে মেয়র মো. জহিরুল ইসলাম, বন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় বনকর্মকর্তা মো. আরিফুল হক বেলাল, লামা সার্কেলের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন ও থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ডা. মো. মাঈন উদ্দীন মোর্শেদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগমের নেতৃত্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তর শ্রদ্ধা জানান।


এরপর শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মার নেতৃত্বে আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুলের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেনের নেতৃত্বে বিএনপি ও অংগ-সংগঠন, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিনের নেতৃত্বে উপজেলা যুবলীগ, শহিদুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া একে একে শ্রদ্ধা জানায় সরকারী বিভিন্ন কার্যালয় ও দফতরসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সমূহ। এরপর লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার-ভিডিপি,
রোবার স্কাউট, বয় স্কাউট, গার্লস গাইডস ও ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজের পর ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্বে পুষ্পমাল্য অর্পন করা হয় বলে জানা গেছে।


বিবার্তা/নুরুল /মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com