পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৬:২২
পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুর ভয়াবহ আগুনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ও এক আইনজীবীর চেম্বার পুড়ে ছাই হয়ে গেছে। 


শুক্রবার (১৭ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের সিও অফিস এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। 


বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।


ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের সিও অফিস এলাকার নূরুল হকের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আব্দুল কাদেরের ফার্নিচারের দোকান, রহমত উল্লাহর ওষুধের ফামের্সী, জুলফিকার আলী পশুর ওষুধের দোকান, নুরুল ইসলামের মোটরসাইকেল মেরামতের গ্যারেজ, আইনজীবী আকরাম আলী মোল্লার চেম্বার পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে ফোন দেন।


খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।


ক্ষতিগ্রস্ত মুদি দোকান ব্যবসায়ী নূরুল হক বলেন, রমজান উপলক্ষে অনেক মালামাল দোকানে তুলেছিলাম সব পুড়ে গেছে। এতে আমাদের ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।


বিবার্তা/তাওহিদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com