ইয়াবা পাচার মামলায় ২ জনের ৭ বছর কারাদণ্ড
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৯:১৭
ইয়াবা পাচার মামলায় ২ জনের ৭ বছর কারাদণ্ড
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবা পাচারের মামলায় ২ জন পাচারকারীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত । একই সঙ্গে দন্ডিতদের ১ লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে ।


মঙ্গলবার ১৪ মার্চ কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।


দন্ডিত আসামীরা হলেন, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার আজিমুল্লাহর পুত্র মো. ইসমাইল এবং একই উপজেলার হাবির পাড়ার মৃত মোস্তাফিজুর রহমান ও জমিলা খাতুনের পুত্র মো. রফিক।


দন্ডিতদের মধ্যে মো. ইসমাইল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। দন্ডিত অপর আসামী মো. রফিক পলাতক রয়েছে।


বিবার্তা/আনাম/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com