রাজধানীর সব ভবনের নিরাপত্তা-গ্যাসলাইন পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৭:১৯
রাজধানীর সব ভবনের নিরাপত্তা-গ্যাসলাইন পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর সায়েন্সল্যাব ও সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে ঢাকা শহরের সব ভবনের নিরাপত্তা, পয়োনিষ্কাশন ব্যবস্থা ও গ্যাসলাইন পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


এ নির্দেশনা বাস্তবায়নে ঢাকার দুই সিটির সব ওয়ার্ডে বিশেষজ্ঞসহ সাত সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে।


মঙ্গলবার (১৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশে দেন।


আদেশে রাজউকের চেয়ারম্যান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী পরিচালককে সাতদিনের মধ্যে পদক্ষেপ নিয়ে নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত। স্থাপনা বা ভবনে কোনো ত্রুটি থাকলে সেগুলো মেরামত করতেও বলেছে হাইকোর্ট।


গত ৫ মার্চ সায়েন্সল্যাব এলাকায় এবং ৭ মার্চ সিদ্দিকবাজারে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণের পর ঢাকা শহরের স্থাপনা/ভবনগুলোর নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন প্রকাশ হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) গত ১২ মার্চ একটি রিট দায়ের করে।


হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী এবং অ্যাডভোকেট রিপন বাড়ৈ রিট আবেদন দায়ের করেন।



বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com