লামায় যাত্রীবাহি বাস খাদে, আহত ৪০
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ২০:৩২
লামায় যাত্রীবাহি বাস খাদে, আহত ৪০
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে ৪০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় লামা-ফাঁসিয়াখালী সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।


খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্তিত হয়ে উদ্ধার কাজে দিকনির্দেশনা প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রী বোঝাই করে একটি বাস লামা উপজেলায় যাচ্ছিল। বাসটি সড়কের মিরিঞ্জা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৪০ যাত্রী আহত হন। এর মধ্যে ১৫ যাত্রী গুরুত আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


এদিকে যাত্রীরা অভিযোগ করে জানান, ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের কারণে বাসটি দুর্ঘটনায় পতিত হয়েছে।


দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লামা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/আরমান/জবা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com