
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার (৮ মে) উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী। প্রথমবারের মতো তিনি আনারস প্রতীক নিয়ে ১১ হাজার ২০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত নেতা মো. ফায়জুল কবির তালুকদার পেয়েছেন ৭ হাজার ৭৪৩ ভোট।
তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামি লীগের সভাপতি অ্যাড. এম মতিউর রহমান পেয়েছেন ২ হাজার ৭০৫ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল তালা প্রতীক নিয়ে ৮ হাজার ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি মো. রুহুল আমিন বাঘা পেয়েছেন ৬ হাজার ৩১৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সদস্য দিলারা পারভীন লালভী কলস প্রতীক নিয়ে ১৭ হাজার ০৪৮ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন নাহার ৫ হাজার ২০৭ ভোট পেয়েছেন।
বিবার্ত/শামীম/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]