
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনর ভোট সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন ভোটাররা।
এতে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া) প্রতীকে ২৭ হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ (আনারস) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ০৯১ ভোট। এ পদে বাতিলকৃত (অবৈধ) ভোটার সংখ্যা ১ হাজার ৯৮১।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব উত্তম কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ২৩ হাজার ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাক্কারুল ইসলাম পেলব (মাইক) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২০৬ ভোট। এ পদে বাতিলকৃত (অবৈধ) ভোটার সংখ্যা ৩ হাজার ০৮৯।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা ছিদ্দিকা (পদ্ম ফুল) প্রতীকে ৫৩ হাজার ৩৬০ ভোট পেয়ে তৃতীয়বারের মত নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহানারা বেগম (হাঁস) প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩৩৬ ভোট।
এ পদে বাতিলকৃত (অবৈধ) ভোটার সংখ্যা ২ হাজার ৮৮৯। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯৭০ জন।
ভোট গ্রহণ ও গণনা শেষে উপজেলা হলরুমে রাত প্রায় ১০টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শুভ কুমার সরকার।
বিবার্তা/সুজন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]