
পিরোজপুরের ইন্দুরকানীতে বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে।
৯ মে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, লাহুরী গ্রামের মৃত নওলিনী হালদারের ছেলে বাবুল হালদার (প্রদীপ) এর দোতলা টিনশেড ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতঘরে থাকা খাট, জাজিম, আসবাবপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
এ ব্যাপারে বাবুল হালদার জানান, আমার স্ত্রী ও ছেলে বাড়িতে ছিল না। আমি একা বাড়িতে ছিলাম। সকাল ১১টায় ঘরে তালা মেরে ইন্দুরকানী সাব-রেজিস্ট্রি অফিসে কাজে যায়। স্থানীয় লোকজন আমাকে মোবাইল ফোনে খবর দিলে বাড়িতে এসে দেখি স্থানীয় লোকজন ও ইন্দুরকানী ফায়ার সার্বিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে থাকা জমি বিক্রির ১ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণ পাওয়া যায় নাই। আমার পার্শ্ববর্তী লোকজনের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে এবং কিছুদিন আগে আমার উপরে হামলা করছিল। এরাই এই ঘটনা ঘটাতে পারে।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার এসআই দেলোয়ার হোসেন জানান, আগুনের খবর পেয়ে ঘটনা স্থানে যাই। দোতলায় থাকা তার রুমে মালামাল আগুনে পুড়ে গেছে। এ বিষয় তদন্ত চলছে।
বিবার্তা/শামীম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]