
ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিলনাড়ুতে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।
৯ মে, বৃহস্পতিবার তামিলনাড়ু পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, তামিলনাড়ুর শিবকাশীর কাছের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও ১২জন আহত হয়েছেন। আতশবাজি তৈরির ওই কারখানার বৈধ লাইসেন্স ছিল বলে জানিয়েছে পুলিশ।
তামিলনাড়ু পুলিশ বলেছে, কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতের আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত শিবকাশী। দেশটির আতশবাজি, দিয়াশলাই ও স্টেশনারি পণ্যের মোট উৎপাদনের সিংহভাগ হয় শিবকাশীতে। সূত্র: এনডিটিভি, টাইমস নাউ
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]