
রাজধানীর কাওরান বাজার রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
৯ মে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় নিউরো সার্জারি ২০৪ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি।
তেজগাঁও ডিভিশনের ফায়ার লিডার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, আজ দুপুরের দিকে আমরা খবর পেয়ে তেজগাঁও কাওরান বাজারের মাঝামাঝি স্থান রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা দ্রুত ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি। ওই নারীর পরনে ছিল শাড়ি পেটিকোট এবং গায়ে কালো জিন্সের জ্যাকেট পরা ছিল। সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিল ওই নারী।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]