
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১৮ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আব্দুল আউয়াল, সজল কান্তি সরকার, মো. নুরুল ইসলাম, প্রবীর বিজয় তালুকদার, মো. আব্দুর রাজ্জাক ভুইয়া, মো. গিয়াস উদ্দিন, সাইদুর রহমান,বরুণ কান্তি দাশ গুপ্ত।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পংকজ আরেং, মো. হযরত আলী, মো. এনামুল হক, মো. আনোয়ার হোসেন, সুজিত চন্দ্র তালুকদার, মো. এমদাদুল হক, বিদ্যুৎ কান্তি সরকার, মো. জসীম উদ্দিন চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শান্তা চৌধুরী ও হানুফা আক্তার অনলাইনে মনোনয়ন দাখিল করেছেন।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]